আপনি যদি একেবারে নতুন হন, তাহলে প্রথমেই জানতে হবে কোন জায়গা থেকে শুরু করলে শেখা সহজ হবে। অনেকে একসাথে অনেক কিছু শিখতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়েন। তাই প্রথমেই প্রয়োজন একটি পরিকল্পিত পথ।
নতুনদের জন্য ডিজিটাল মার্কেটিং-এর বেসিক শেখা সবচেয়ে জরুরি। যেমন—Digital Marketing Foundation, Basic SEO, এবং Social Media Marketing দিয়ে শুরু করা ভালো। এরপর আসতে পারে Content Marketing, Paid Ads, বা Email Marketing।
All Mastery-র কোর্সগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে একেবারে নতুনরাও সহজে বুঝতে পারে। প্রতিটি কোর্সে রয়েছে রেকর্ডেড ভিডিও, বাস্তব প্রজেক্ট, এবং সহজ ভাষায় ব্যাখ্যা—যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং হাতে-কলমে শেখার অভিজ্ঞতা দেবে।